সাম্প্রতিক প্রকাশিত রচনা

সুখ পাখি

কবি: দেবাশিষ চ্যাটার্জি ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ জীবনটা খুব অগোছালো; ছুটছি পথে দিনে রাতে  আসল লক্ষ্য এলোমেলো।  সুখ পাখিটার শিকল পায়ে তাই সে মুক্ত নয়, জেনে বুঝে সব মানুষই তার পিছনেই ধায়।  সুখের মানে কেউ কি জানে, সুখ কি তবে টাকা? জীবন তরী নোঙ্গর নেবে তখন সবাই একা।  দৌড়ে দৌড়ে উঠলো হাফ, হৃদযন্ত্র আঘাত দিলো; ঢের হয়েছে থামতে হবে  ইশারায় সে বলে গেলো।  কেউ বোঝে কেউ অবুঝ হয়ে দিবা রাত্রি যাচ্ছে ছুটে, ভাবছে বুঝি কুঁড়ির আগেই পূর্ণ ফুল উঠবে ফুটে।  ভরসা রাখো সময় তোমার, সঠিক দিনে হাজির হবে; তীক্ষ্ণ বুদ্ধির মায়া জালে সুখ পাখিকে চিনে নেবে।  বাঁচলে জীবন সুখ আসবেই, তাই বাঁচানো জীবন খুব জরুরি! ব্যস্ত  থাকো কর্ম যজ্ঞে সুখ পাখিটা কাজ ভিখারি।

শব্দের আঁচড়

কবি: জয়ীতা চক্রবর্তী আচার্য


সাজানো হয়েছে থরে থরে 

কারুকার্য শোভিত, শব্দের ডালি।

নিখুঁত কলমের খোঁচায়, 

রঙ-বেরঙের কালিতে 

সাহিত্যের আঙিনায়, আলাপী মন,

সুচারু মনের নিস্তব্ধতা দৃঢ় হয়। 


আকাঙ্ক্ষিত অনাবিল সংরক্ষণের 

সারিবদ্ধ ভালোবাসার কবিতা আঁকি।

দেরাজ বন্দী, খেঁজুরে আলাপী মনটাকে

বাঁচতে শেখায়.. শব্দের তাড়নায় 

সংলাপে বিভোর, আর্তনাদ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৯৭১ মুক্তিযুদ্ধের স্মরণীয় মার্চ

গোলক ধাঁধা

সুখ পাখি