পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাম্প্রতিক প্রকাশিত রচনা

সুখ পাখি

কবি: দেবাশিষ চ্যাটার্জি ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ জীবনটা খুব অগোছালো; ছুটছি পথে দিনে রাতে  আসল লক্ষ্য এলোমেলো।  সুখ পাখিটার শিকল পায়ে তাই সে মুক্ত নয়, জেনে বুঝে সব মানুষই তার পিছনেই ধায়।  সুখের মানে কেউ কি জানে, সুখ কি তবে টাকা? জীবন তরী নোঙ্গর নেবে তখন সবাই একা।  দৌড়ে দৌড়ে উঠলো হাফ, হৃদযন্ত্র আঘাত দিলো; ঢের হয়েছে থামতে হবে  ইশারায় সে বলে গেলো।  কেউ বোঝে কেউ অবুঝ হয়ে দিবা রাত্রি যাচ্ছে ছুটে, ভাবছে বুঝি কুঁড়ির আগেই পূর্ণ ফুল উঠবে ফুটে।  ভরসা রাখো সময় তোমার, সঠিক দিনে হাজির হবে; তীক্ষ্ণ বুদ্ধির মায়া জালে সুখ পাখিকে চিনে নেবে।  বাঁচলে জীবন সুখ আসবেই, তাই বাঁচানো জীবন খুব জরুরি! ব্যস্ত  থাকো কর্ম যজ্ঞে সুখ পাখিটা কাজ ভিখারি।

১৯৭১ মুক্তিযুদ্ধের স্মরণীয় মার্চ

কবি: মোহাম্মদ নাঈম কাকন ১৯৭১ইং ১লা মার্চ ইয়াহিয়া খানের এক তরফা আগ্রাসন, পাকিস্তানের জাতীয় পরিষদ অনির্দিষ্টকাল বন্ধ অধিবেশন।  ১৯৭১ইং ২রা মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন;-  এ-লগ্ন ক্ষণ বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন, আব্দুর রব নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর কলাভবন।  ১৯৭১ইং ৩রা মার্চ পল্টন ময়দান আনুষ্ঠানিক ছাত্র জনসভা মুখর জনতার, সাধারণ সম্পাদক সাহ্জাহান সিরাজ পাঠ করেন বঙ্গবন্ধুর সম্মুখে বাংলার স্বাধীনতার ইসতেহার।  সেদিন আব্দুর রব ঘোষনা দেন বঙ্গবন্ধুকে জাতির জনক, ভাগ্যের নির্মম পরিহাস রাজনৈতিকতার গ্যাড়াকলে বনে যায় রাষ্ট্র নায়ক।  সেদিন আমার সোনার বাংলা জাতীয় সংগীত বাঙালির প্রথম সুর হয় পদ যাত্রা, সারা বিশ্ব জানলো বঙ্গবন্ধু গর্জে উঠা এক কঠিন মাত্রা। ১৯৭১ইং ৪ঠ মার্চ রেডিও পাকিস্তান ঢাকার নাম হয় পরিবর্তন,  নতুন নাম গঠনে যাত্রা শুরু ঢাকা বেতার নামকরণ ।  ১৯৭১ইং ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; তার ঐতিহাসিক ভাষণ দেন রেসকোর্স ময়দান।  আজ সারা বাঙালি জানে, জানে সারা বিশ্ব পর্যটক; মুখোরচিত স্থান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান।  বঙ্গবন্ধু শ...